ইব্রাহীম বিন রশীদ ..
আমন ধানের ক্ষেতে দেখ
সোনা রোদের খেলা
রোদের খেলায় ধানের দোলায়
কাটে সারা বেলা।
কিষাণ বধূর মন ভরে যায়
নতুন ধানের গন্ধে
নতুন ধানের পিঠা খাবে
খুকু নাচে ছন্দে।
নকশি পিঠা আরো কত
মজার পিঠার উৎসব
ছোট বড় সবার মনে
আনন্দেরই কলরব।