Home তোমাদের কবিতা নবান্ন নবান্ন November, 2012 আবু বক্কর মিয়া .. চারদিকে হই চই পাখির কলরব বছর ঘুরে আজ এলোরে নবান্ন উৎসব। ঘরে ঘরে হিমেল ছোঁয়া মাঠ ভরপুর ধানে আনন্দ-উল্লাসে মাতে নবান্নেরই টানে। দেখে সোনা রঙিন ধান ক্লান্তি হয় দূর কৃষকের মুখে হাসি কণ্ঠে ভাসে সুর।