Home তোমাদের কবিতা দেশ ও মাটি দেশ ও মাটি November, 2012 ফয়সাল মিয়া.. মাটির সুরে দেশের কথা দূর হয়ে যায় মনের ব্যথা। মাটির মাঝে ভালোবাসা মাটির হাসি দেশের কথা। দেশের গানের সুর বাজে নিত্যদিনে সকাল-সাঝে।