Home তোমাদের কবিতা স্বপ্নকলি

স্বপ্নকলি

মুহাম্মাদুল্লাহ আরমান …

আকাশের নীলিমায় গোধূলির লালিমায়
মাঠের সবুজ ঘাসে
পাহাড়ের ঝর্ণায় নদীর ঐ মোহনায়
আমাদের স্বপ্ন হাসে।
ঝলমলে জোছনায় রাতের ঐ আঙিনায়
জোনাকির আলো জ্বলে
সে আলোর ছোঁয়া পেয়ে সূর্যের আভা নিয়ে
স্বপ্ন যে হেঁটে চলে।
স্বপ্নের সিঁড়ি বেয়ে বুকভরা আশা নিয়ে
আগামীর পথে চলি
হতাশার পথ মাড়ি অজানাকে দেব পাড়ি
ফুটবে যে স্বপ্নকলি।

SHARE

Leave a Reply