Home তোমাদের কবিতা জবা ও প্রজাপতি জবা ও প্রজাপতি November, 2012 নাছরিন আক্তার.. পাঁচ পাপড়ির জবা টুকটুকে লাল রঙে ছড়ায় রঙ-বাহার লাল সবুজের ঢঙে। প্রজাপতি উড়ে এসে চুপিচুপি বসে ডালে সবুজ পাতার পাশে ডানা দু’টি মেলে। জবাপ্রেমী জবা এসে তুলে নেয় ছবি তার ক্যামেরায় বন্দী ছবি দেখতে আহা চমৎকার!