Home ছড়া-কবিতা এই তো নদী এই তো নদী October, 2012 ফারুক হাসান.. এইতো নদী গাঁয়ের পথে এঁকে বেঁকে যায় মাল্লা মাঝি মধুর সুরে ভাটিয়ালি গায়। কী অপরূপ রূপের মায়ায় দেখতে ছুটে এসো এমন দৃশ্য দেখবে যদি রূপকে ভালোবাসো। এইতো নদী নিরবধি কোন্ সে অচিনপুরে সুদূর কালের স্বাক্ষী হয়ে ছুটছে কেবল দূরে।