Home তোমাদের কবিতা আমার সবুজ গাঁ আমার সবুজ গাঁ October, 2012 রুহুল আমিন সজল .. সবুজ শ্যামল পাখপাখালির ছোট্ট আমার গাঁ ফুল ফসলের শোভায় অতুল কেউ দেখেছ তা? পাখি ডাকা ছায়া ঢাকা স্বপ্নপুরীর মায়ামাখা শ্যামল ছায়া ছবি আঁকা মায়ের মত পরম প্রিয় নদী নালা নাও আমার সবুজ গাঁও।