আবু সাহেদ সরকার…
আমার যদি থাকতোরে হায়
পাখির মতো ডানা,
উড়ে যেতাম নীল আকাশে
করতো না কেউ মানা।
নীল আকাশের তারাগুলো
মিটি মিটি হাসে,
মেঘমালা আর গ্রহরাজি
নতুন খেয়ায় ভাসে।
আড়াল থেকে ক্ষণে ক্ষণে
আভাসে দেয় দেখা,
কালো মেঘের ফাঁকে ফাঁকে
রবির মৃদু রেখা।