Home তোমাদের কবিতা ঈদের ছড়া ঈদের ছড়া October, 2012 এম কে আলম.. ঈদ আসে ঈদ যায় দিয়ে যায় কী? ঈদ আসে ঈদ যায় নিয়ে যায় কী? দিয়ে যায় হাসি-খুশি নিয়ে যায় ব্যথা সবার মনে ছড়িয়ে দেয় ভালোবাসার কথা।