Home তোমাদের কবিতা ঈদ আসে ঈদ আসে October, 2012 শাকীল আহমেদ.. ঈদ এসে সবার মুখে ফোটায় হাসির রেখা ঈদ এসে সবার বুকের ভুলিয়ে দেয় ব্যথা। ঈদ এলে সবার মাঝে সুখের সমীরণ ঈদ এসে গরিব-ধনীর ভরিয়ে দেয় মন।