Home তোমাদের কবিতা ঈদ ঈদ October, 2012 ফারহা আক্তার প্রান্তা.. ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ মানে মনে প্রাণে তোমায় ভালোবাসি। ঈদ মানে সকল সুখে হাসি আর গান ঈদ মানে ছিন্নমূলের নতুন কলতান। ঈদ মানে ধনী-গরিব মিলে নামায পড়া হিংসা বিবাদ ভুলে গিয়ে নতুন জীবন গড়া।