Home তোমাদের কবিতা ধন্য জীবন

ধন্য জীবন

তাওহীদুল ইসলাম তারেক..

দূর দিগন্তের মিনার চূড়ায়
আজান যখন বাজে
তখন আমার প্রাণটা জুড়ায়
মন বসে না কাজে।
পাড়ার সকল সাথী নিয়ে
মসজিদে যাই ছুটে
আল কুরআনের সুধা পিয়ে
সিজদায় পড়ি লুটে।

SHARE

Leave a Reply