বায়েজীদ হোসেন…
মিনার হতে মুয়াজ্জিনের
আজান আসে ভেসে
দীর্ঘ রাতের শেষে।
মুমিন সবাই জেগে ওঠে
মসজিদে যায় ছুটে
সিজদায় পড়ে লুটে।
রবের কাছে মার্জনা চায়
ঊর্ধ্বে দু’হাত তুলে
মনের দুয়ার খুলে।
বায়েজীদ হোসেন…
মিনার হতে মুয়াজ্জিনের
আজান আসে ভেসে
দীর্ঘ রাতের শেষে।
মুমিন সবাই জেগে ওঠে
মসজিদে যায় ছুটে
সিজদায় পড়ে লুটে।
রবের কাছে মার্জনা চায়
ঊর্ধ্বে দু’হাত তুলে
মনের দুয়ার খুলে।