হোসাইন মোহাম্মদ সাগর ..
আমি এক গাঁয়ের ছেলে সবাই বলে চাষা
জানি নাতো আদব-কায়দা কিংবা শুদ্ধ ভাষা।
মাঠের পরে মাঠ করেছি চাষের পরে চাষ
এই মাঠেতেই জন্ম আমার এই মাঠেতেই বাস।
গ্রীষ্মের রোদে পুড়েছি যে কত, ভিজেছি শ্রাবণ জলে
শরতের বনে ঘুমিয়েছি কত কাঁশফুলের নরম কোলে।
পোহায়েছি কত আগুন জ্বালায়ে খড়-কুটো ভরা শীতে
দিনান্তের শেষ শীতের রাত্রি, ঘুম নেই দু’টি চোখে।