Home ছড়া-কবিতা উপদেশ উপদেশ September, 2012 গাজী এনামুল হক .. সৎ কথা বলা ভালো মিছে কথা নয় সৎ পথে চলা ভালো পাপ পথে নয়। সৎ মনে থাকা ভালো সকল সময় সৎ জন হওয়া ভালো বদ-জন নয়। সৎ কাজ করা ভালো তাতে সুখ হয় সেই সুখ ইহকাল পরকালময়।