শরৎ যেন মিষ্টি মেয়ে
আকাশ কোণে হাসে
সাদা মেঘের ভেলায় চড়ে
কাশের বনে আসে।
শিশির ভেজা আঙিনাতে
নূপুর যে তার বাজে
জুঁই চামেলী শিউলি ফুলে
প্রকৃতি ঐ সাজে।
শাপলা শালুক ঝিলের জলে
মিটমিটিয়ে চায়
গাছে গাছে তাল যে পাকে
গন্ধ শুধু ছড়ায়
ধানের ক্ষেতে হাওয়ার নাচন
নবান্নের ঐ সুখ
শরৎ এলে দেখবে চাষির
হাসি মাখা মুখ।