Home ছড়া-কবিতা রিমঝিম বৃষ্টি রিমঝিম বৃষ্টি September, 2012 চঞ্চল শাহরিয়ার .. রিমঝিম বৃষ্টি ভালো লাগে খুব ভালো লাগে হইচই পুকুরেতে ডুব। মেঘলা আকাশ আর বৃষ্টির দিন আনন্দ চারিদিকে হাসি অমলিন। আয় খোকা আয় খুুকু বৃষ্টিতে ভিজি মাঠঘাট ঘুরে ঘুরে আঁকি হিজিবিজি।