Home ছড়া-কবিতা দৃষ্টি শুধাময়

দৃষ্টি শুধাময়

আবদুল ওহাব আজাদ ..

গাছে গাছে পাখি ডাকে
ফুলের বনে ফুল
জোয়ারেতে যায় যে ভরে
সাগর নদীর কূল।
পুব আকাশে ভোরের রবি
খিলখিলিয়ে হাসে
আম-কাঁঠালের মেলা বসে
দারুণ মধু মাসে।
পাহাড় নদী-ঝর্ণাধারা
অবাক চেয়ে রয়
আল্লাহতা’লা মহান শুধু
আরতো কেহ নয়।
এত কিছু সৃষ্টি যে তার
দৃষ্টি শুধাময়
প্রতিক্ষণে তাই গেয়ে যাই
শুধু তাঁরই জয়।

SHARE

Leave a Reply