বাইরে এখনও জুতো রেখে ঢুকি
হাঁটু গেড়ে তাকাই পেছনমুখী
নত চোখে চুপটি করে থাকি
নিচু স্বরে বলবো কি আর
সব কথা রয় বাকি
কিন্তু পেটে খিদে বড়
খিদের জ্বালায় কাঁপছে মায়ের
শরীর থরথর।
মাছে ভাতের স্বপ্ন মাগো
কোথায় গেল আজ
বাজার জুড়ে পড়ছে কেবল
আগুন ঝরা বাজ।
এরই মাঝে এক ঘুমেতে কেউ বনে যায় রাজা
আম জনতার জীবন মানে যাবজ্জীবন সাজা।