এহসানুল করিম কাওসার..
সাদা-তুলো মেঘদল উড়ে উড়ে যায়
অজানার পথ ধরে দূর নীলিমায়।
কাশের নরম ফুল নদীকূলে ফোটে
গুনগুনে মৌমাছি দল বেঁধে ছোটে।
চারদিকে সবুজের বীথি মনকাড়া
পুবাল হিমেল বায়ু দেয় তাতে নাড়া।
কলমি ও শাপলার ফুলে ভরা ঝিল
মুঠি মুঠি জোছনায় হাসে খিলখিল।
ভোরবেলা ঘাসবুকে শিশিরের হাসি
শরতের রূপ যেন ঝরে রাশি রাশি।