মুহাম্মদ আরকানুল ইসলাম..
শরতরানী আসে ফিরে
নতুন নতুন সাজে
প্রকৃতিকে দেয় সাজিয়ে
আপন কারুকাজে।
শরতদিনের সফেদ আকাশ
উদাস করে মন
হাতছানি দেয় নদীতীরের
বকশাদা কাশবন।
পেঁজা পেঁজা তুলোর মত
মেঘের পরে মেঘ
কী যে দারুণ! মনোহরী
হারায় ভাবাবেগ।
আকাশজুড়ে দোলে যেন
বুড়োদাদীর চুল
উদাস হয়ে ভাবে কবি
এ কোন বনোফুল!