বাতেন বাহার..
সকাল বেলা স্বচ্ছ আকাশ
দুপুরে মেঘ কালো
সন্ধ্যে বেলা মেঘের ঘরে
বিজলি জ্বালে আলো
অঝর ধারায় টিনের চালে
বৃষ্টি টাপুর টুপ
ঝিলের জলে অকারণে
বৃষ্টিরা দেয় ডুব।
বাতেন বাহার..
সকাল বেলা স্বচ্ছ আকাশ
দুপুরে মেঘ কালো
সন্ধ্যে বেলা মেঘের ঘরে
বিজলি জ্বালে আলো
অঝর ধারায় টিনের চালে
বৃষ্টি টাপুর টুপ
ঝিলের জলে অকারণে
বৃষ্টিরা দেয় ডুব।