আনোয়ার হোসেন ..
ঢাকায় ওড়ে টাকার পাহাড়
শূন্যে তুলোর মত
সেই টাকাকে ধরতে ছোটে
গাঁয়ের মানুষ যত।
টাকার লোভে কাকরা ছোটে
কাকের সাথে চিল
চিলে কাকে ঝগড়া করে
একটুকু নেই মিল।
কিন্তু টাকার সাথে দেখা
হয়নি করিম চাচার
বলেন তিনি টাকা ছাড়া
নেই কি কিছু বাঁচার?
ঢাকা শহর আজব দারুণ
বিজলিবাতি ঘেরা
দালান কোঠার শহরটা যে
ভেজাল দিয়ে ভরা।