Home কুরআন ও হাদিসের আলো ঈদের দিন উৎকৃষ্ট দিন

ঈদের দিন উৎকৃষ্ট দিন

হযরত আনাস (রা) বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় এলেন, তখন তিনি দেখলেন, লোকেরা বছরে দু’টি নির্দিষ্ট দিনে খেলাধুলা ও আনন্দ উপভোগ করে। তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন, এ দু’টি দিন কেমন? তারা বলেন, আমরা ইসলাম আগমনের পূর্বে এ দু’টি দিনে খেলা-তামাশা ও আনন্দ উপভোগ করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আল্লাহ এ দু’টি দিনের পরিবর্তে দু’টি উৎকৃষ্ট দিন নির্ধারিত করে দিয়েছেন। একটি ঈদুল ফিতর এবং অন্যটি ঈদুল আজহা।
-সহীহ বুখারি ও মুসলিম
প্রিয় বন্ধুরা,
আল্লাহতায়ালা বান্দাদের জন্য রমজান মাসে রোজাসহ বিভিন্ন প্রকার ইবাদতের সুযোগ করে দিয়েছেন। এ সকল ইবাদতের সফলতার বিনিময় বা উপঢৌকন হলো ঈদ।
ঈদের দিন যে কাজ করা সুন্নত :

  •    নিজের সাজ পোশাকের ব্যবস্থা করা।
  •   ফজরের পর ঈদের নামাজের জন্য গোসল করা।
  •  পরিষ্কার-পরিচ্ছন্ন কাপড় ও সুগন্ধি ব্যবহার করা।
  •  খুব ভোরে ঘুম থেকে ওঠা।
  • সকাল সকাল ঈদগাহে যাওয়া।
  •  ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি খাওয়া।
  •  ঈদগাহে ঈদের নামাজ আদায় করা।
  • এক পথ দিয়ে হেঁটে ঈদগাহে যাওয়া এবং অন্য পথ দিয়ে আসা।

গ্রন্থনা : মিজানুর রহমান

SHARE

Leave a Reply