হযরত আনাস (রা) বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় এলেন, তখন তিনি দেখলেন, লোকেরা বছরে দু’টি নির্দিষ্ট দিনে খেলাধুলা ও আনন্দ উপভোগ করে। তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন, এ দু’টি দিন কেমন? তারা বলেন, আমরা ইসলাম আগমনের পূর্বে এ দু’টি দিনে খেলা-তামাশা ও আনন্দ উপভোগ করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আল্লাহ এ দু’টি দিনের পরিবর্তে দু’টি উৎকৃষ্ট দিন নির্ধারিত করে দিয়েছেন। একটি ঈদুল ফিতর এবং অন্যটি ঈদুল আজহা।
-সহীহ বুখারি ও মুসলিম
প্রিয় বন্ধুরা,
আল্লাহতায়ালা বান্দাদের জন্য রমজান মাসে রোজাসহ বিভিন্ন প্রকার ইবাদতের সুযোগ করে দিয়েছেন। এ সকল ইবাদতের সফলতার বিনিময় বা উপঢৌকন হলো ঈদ।
ঈদের দিন যে কাজ করা সুন্নত :
- নিজের সাজ পোশাকের ব্যবস্থা করা।
- ফজরের পর ঈদের নামাজের জন্য গোসল করা।
- পরিষ্কার-পরিচ্ছন্ন কাপড় ও সুগন্ধি ব্যবহার করা।
- খুব ভোরে ঘুম থেকে ওঠা।
- সকাল সকাল ঈদগাহে যাওয়া।
- ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি খাওয়া।
- ঈদগাহে ঈদের নামাজ আদায় করা।
- এক পথ দিয়ে হেঁটে ঈদগাহে যাওয়া এবং অন্য পথ দিয়ে আসা।
গ্রন্থনা : মিজানুর রহমান