Home ছড়া-কবিতা ঈদের ছড়া

ঈদের ছড়া

সুকুমার বড়–য়া ..

স্বর্গের সুখ জাগে পৃথিবীতে
মধুর তৃপ্তি দিতে আর নিতে।
সব জাতি যেন এক পরিবার
ভেদাভেদ ভুলে সব একাকার।
আকাশে বাতাসে ঈদের বাদ্য
ঘরে ঘরে ভরা মজার খাদ্য।
প্রতিদিন হলে ঈদ পরিবেশ
পৃথিবীর সব জ্বালা হতো শেষ।
সৎ মানুষেরা জাগুক আবার
চাই সকলের পোশাক খাবার।

SHARE

Leave a Reply