জাকির আবু জাফর..
সবার বুকে স্মৃতির গোলা থাকে
গোপন স্মৃতি হঠাৎ পিছু ডাকে
স্মৃতির ডাকে আনমনা হয় সব
মনের ভেতর স্মৃতির কলরব।
কোথায় কখন কি ঝরেছে তার
ফেলে আসা দিনটি চমৎকার
মনের ভেতর ফোটে সেসব দিন
স্মৃতি আরো বাড়ায় অতীত ঋণ
একলা হলেই জাগে স্মৃতির হাত
ঘুম তাড়িয়ে খেলে সারারাত
কিংবা দুপুর কিংবা বিকেল ভর
মন হয়ে যায় স্মৃতির আয়নাঘর
অতীত তখন ঘোরের মায়াজাল
আজ হয়ে যায় স্মৃতির গতকাল