Home ছড়া-কবিতা দাদা এবং আমি

দাদা এবং আমি

ফারুক হোসেন..

তোমরাতো দাদা ছিলে পোলাপান
আমরা হলাম কিড,
তোমাদের ছিলো সলিড সাবান
আমাদের লিকুইড।

তোমাদের ছিলো চশমা দুচোখে
আমরা পরেছি লেন্স,
শুধু টাকা নয় আমাদের আছে
ডলার পাউন্ড পেন্স।

তোমাদের ছিলো শুধুই কাগজ
তাতেই লিখতে আর,
আমাদের আছে ক্যালকুলেটর
মাউস কম্প্যুটার।

তোমরা লিখতে চিঠি ও পত্র
খাম পোস্টকার্ড পেলে,
আমরা লিখছি ইন্টারনেটে
ইলেকট্রনিক মেলে।

তোমরা পড়তে সংবাদ শুধু
পত্রিকা মেলে মেঝে,
আমরা পড়ছি বিশ্বের যত
খবর ওয়েব পেজে।

তোমাদের ছিলো সিংগারা পুরি
সমোচা আলুর চপ,
আমরা খাচ্ছি চিকেন ব্রোস্টা,
ফ্রেন্স ফ্রাই ললিপপ।

দাদা বললেন, তোমাদের দেখে
আফসোসে ফাটে বুক,
তোমাদের নেই আমাদের মতো
সেই অনাবিল সুখ।

SHARE

Leave a Reply