জগলুল হায়দার ..
এখন আমার ব্যালকনিও যায়
ছাদ নিয়েছে ফোনের টাওয়ার
আরো কি সব ধান্ধা খাওয়ার
দেখছি ওদের প্রায়।
ব্যালকনিটা পথের পাশে
তাই যতো সব অ্যাডের লোক
দাবি নিয়ে রোজ-ই আসে।
দাবির সাথে যুক্ত থাকে
নোটের দফা
বাবা-চাচা তাই আচানক
শুনতে পেলাম করছে রফা।
বিলবোর্ডটা লাগবেই
ছ’মাস বছর কন্ট্রাকে হায়
স্বপ্ন আকাশ ভাগবেই।
স্বপ্ন আকাশ চুরি হবে
স্বপ্নগুলো বুড়ি হবে
এবার;
মাঠতো গ্যাছে পার্কিংয়ে আর
সময় হলো এই তো আবার
সূর্য প্রদীপ নেভার।