দেলওয়ার বিন রশিদ..
ঈদ যেন
সুখ ছন্দ ফুলের হাসি
ঈদ যেন
মিঠে সুরে রাখালের বাঁশি।
ঈদ যেন
চাঁদের আলো উঠোন জুড়ে
ঈদ যেন
প্রজাপতি ফুলে ফুলে উড়ে।
ঈদ যেন
ঘরে ঘরে স্নেহ ছায়া
ঈদ যেন
সুখ ছোঁয়া সবুজ মায়া।
ঈদ যেন
আশার আলো স্বপ্ন রঙিন
ঈদ যেন
হাসি খুশি অনন্য দিন।