আবদুল কুদ্দুস ফরিদী ..
শাবানের মাস শেষে এলো রমজান
শুভ্র শুদ্ধ মনে গোলাবের ঘ্রাণ।
পাপ তাপ গ্লানি সব হয়ে যাবে দূর
রাতভর শুনে যাবো কুুরআনের সুর।
পবিত্র সৌরভে ভরা সারা দিন
কেউ নয় অভিজাত কেউ নয় হীন
দিনভর রোজা রেখে রাতভর খেয়ে
কাটিয়ে দেবো রাত হামদ-নাত গেয়ে।
সাহরি ও ইফতারে মজা হবে খুব
সৌরভে গৌরবে স্বর্গীয় রূপ।
ইফতার পর এক সাঁঝ আকাশে
ঈদের পহিল চাঁদ মিটমিট হাসে।
বাঁকা চাঁদ হাসি ঠোঁটে
ফিরে এলো ঈদ
চার দিকে হাসি খুশি
প্রীতি সঙ্গীত।