নাসির হেলাল..
ঈদের খুশি সবার জন্য
ঈদের খুশি মনে
গরিব-দুঃখীর কথা এখন
ভাবো মনে মনে।
বছর ভরে নিত্য দিনই
রোজা রাখে যারা
ঈদের খুশি তাদের ঘরে
কেমনে দেবে সাড়া!
ক্ষুৎপিপাসায় কাতর যারা
আগুন জ্বলে পেটে
হাতটা বাড়াও তাদের দিকে
অভাব যেনো মেটে।
রোজা থেকে ক্ষুধার জ্বালা
বুঝতে যদি পারি
সবার জন্য ঈদটা হবে
ঈদটা হবে তারি।