মাহফুজুর রহমান আখন্দ..
একফালি বাঁকা চাঁদ পশ্চিমে দোলে
দুঃখটা ভোলে
মুখে হাসি তোলে
একফালি বাঁকা চাঁদ সত্যের গান
ঝলোমলো প্রাণ
শান্তির ঘ্রাণ
একফালি বাঁকা চাঁদ একতার সুর
আল্লাহ’র নূর
মনটা মধুর
একফালি বাঁকা চাঁদ আসে ফিরে ফিরে
মানুষের নীড়ে
সফলতা ঘিরে
মেঘেদের নাচানাচি আকাশের গায়ে
তবু চাঁদ উঠে আসে বিশ্বাসী না’য়ে।