কামাল হোসাইন..
ঈদের খুশি বুকের ভেতর নাচ্ছিলো
‘রমজানের ওই রোজার শেষে…’
সুর তুলে গান গাচ্ছিলো।
বাঁকা চাঁদের পাল্কিতে
বাঁধা যেন লাল ফিতে
খুশির পসরা সাজিয়ে এলো চাঁদটা আজ
ভেঙে দিলো অন্ধগলির বাঁধটা আজ।
ঈদের খুশি বুকের ভেতর নাচ্ছিলো
দীর্ঘ একটা মাসের খুশি
এই বুকে তড়পাচ্ছিলো।
ঈদগাহেতে খুশির ঢল
কোলাকুলি কী নির্মল
বুকের সাথে বুক মেলানো
আহা কী যে দৃশ্য তার-
এই দিনেতে নেই ব্যবধান
কে যে ধনী নিঃস্ব আর।