মুহার্যি মোতালেব..
ঈদ এলোরে ঈদ এলোরে
এলো খুশির দিন,
সাজবে সবাই নতুন সাজে
খুশিতে রঙিন।
পায়েস পোলাও সবাই খাবে
দল বেঁধে ঈদগাহে যাবে
বুকের সাথে বুক মিলাবে
হোক সে দীন ও হীন।
খুশির দিনে আজকে সবাই
দৃপ্ত শপথ নাও,
মনের যতো হিংসা বিভেদ
ঝেড়ে ফেলে দাও।
নিত্য সাথী দুঃখ যাদের
আপন হয়ে যাও গো তাদের
ধন্য হবে জীবন তবে,
হবে সু-সৌখিন।