Home ছড়া-কবিতা একটু বাঁকা ভাঁজ

একটু বাঁকা ভাঁজ

মনসুর আজিজ..

চল না কোথাও হারিয়ে যাই
বিলের ধারে একটুখানি দাঁড়িয়ে যাই
শিশির ভেজা দুর্বাঘাসও মাড়িয়ে যাই
চুপটি করে দিগন্তকে ছাড়িয়ে যাই
আকাশ নীলের মাখন আলোয় হারিয়ে যাই
চাঁদের বাড়ির বন্ধ কপাট নাড়িয়ে যাই
কোলাকুলির হাত দুখানি বাড়িয়ে যাই
আনতে শুধু
জানতে শুধু
মানতে শুধু
রোজার শেষে ঈদের দিনের কাজ;
চাই না পোলাও ফিরনি পায়েশ
নরম সোফার আরাম আয়েশ
ফিলিস্তিনি রোহিঙ্গাদের
কচি গালে চাই যে ঈদের
চাঁদের মতো একটু বাঁকা ভাঁজ।

SHARE

Leave a Reply