সিদ্দিক আবু বকর..
চশমা ঘড়ি
কাচের ছড়ি
চার রঙা চার জামা
দুই জোড়া বুট
সাফারি স্যুট
না পেলে সব তামা …
সঙ্গে দু’খান
ট্যুরের বাজেট
খাগড়াছড়ি লামা
দিলো হিশাম
নানুর হাতে
ঈদের ফর্দনামা।
ফর্দ নিয়ে আড়ি?
চলবে নাকো ওসব কিছু
কোনও বাড়াবাড়ি।
সব শুনে হায়
কী করা যায়
ভেবেই নানু হিম
পা দু’খানা
টলছে নানুর
মাথাটা ঝিমঝিম।