ওয়াহিদ আল হাসান..
পশ্চিমে উঠেছে আজ
শাওয়াল মাসের চাঁদ,
শিশু যুবক-বৃদ্ধের
ভেঙেছে খুশির বাঁধ।
ভোর হতে ব্যস্ত সবে
নতুন কাপড় পরতে,
মজার স্বাদের খাবার খেয়ে
ছুটছে নামাজ ধরতে।
নামাজ শেষে কোলাকুলি
সবার সাথে সবার,
বছর শেষে এসেছে ঈদে
খুশির জোয়ার আবার।
গরিব-দুঃখী ছোট বড়
গড়ে সুখের মেলা,
যে আনন্দ দিয়েছেন
স্বয়ং আল্লাহ তায়ালা।
ঈদের দিনে মিনতি
মহান প্রভুর কাছে,
সারা বছর থাকি যেন
হাসি খুশির মাঝে।