Home ছড়া-কবিতা ঈদের বাজেট

ঈদের বাজেট

মিতুল সাইফ..

 

 

 

 

 

 

 

 

 

এই ঈদে ছোট এক
বাজেটের তালিকা
মানে নাতো; ছোট ছেলে-
আমাদের বালিকা।

গতবারও ছেঁড়া জামা
জুতো ছিল পরনে
হয়তো এবারও তাই
হবে ঈদ বরণে।

আমাদের ঘরে দুখ
অভাবের মালিকা
তা কি বোঝে খোকা আর
আধ্ ফোটা বালিকা!

SHARE

Leave a Reply