নীল আকাশে মেঘের ফাঁকে
বাঁকা চাঁদের হাসি দেখে
ভাঙলো সবার নিঁদ,
তারার আলো বলছে হেসে
আবার এলো নতুন বেশে
রমজানের এই ঈদ।
ঈদের খুশির আলোক মেলায়
মত্ত সবাই মজার খেলায়
ভুলে গেছি তাদের,
জীবন শোকে প্রহর কাটে
শহর গেরাম কিংবা হাটে
ঈদ আসে না যাদের।
ভেঙে দিয়ে অহম দেয়াল
রাখবো মোরা সবার খেয়াল
ধরবো না আর জিদ,
সত্য-ন্যায়ের দীপ জ্বেলে
পবিত্রতার ডানা মেলে
আসবে খুশির ঈদ।