Home তোমাদের কবিতা চাঁদের খামে ঈদের চিঠি

চাঁদের খামে ঈদের চিঠি

এস এম শহীদুল আলম ..

চাঁদের খামে
ঈদের চিঠি
হাসে সবাই
মিটিমিটি।
মহা মিলনের
ছন্দ সুরে
খুশির হাওয়া
বিশ্ব জুড়ে।
ঈদ আনন্দ
সবার ঘরে
সুখের নদী
উছলে পড়ে।

SHARE

Leave a Reply