Home ছড়া-কবিতা ঈদ আসলো ঈদ আসলো August, 2012 আলফাজ হোসেন.. চাঁদ উঠলো ঈদ আসলো খুকুমনি নাচে মন দুললো ঘুম ছুটলো অচিন দেশের কাছে। কোরমা পায়েস করে আয়েশ খাইলো সকল জন ফিরনি পোলাও হরেক খেলাও মাতলো সারাক্ষণ। গরিব ধনি সবাই জানি এই দিনে এক হয়ে দুঃখ কষ্ট সকল তুষ্ট ভোলে যে গান গেয়ে।