Home তোমাদের কবিতা মা ছাড়া ঈদ

মা ছাড়া ঈদ

তাছনীম বিন আহসান ..

একটি মাস রোজার শেষে
খুশির ঈদ এলো
মাকে ছাড়া একটি ঈদ
কেমনে কাটাই বলো!
এই ঈদে আমার তো আর
কিছুই চাওয়ার নাই
ঈদের দিনে চোখের জলে
মাকে শুধু চাই।

SHARE

Leave a Reply