Home তোমাদের কবিতা ঈদস্মৃতি ঈদস্মৃতি August, 2012 মাসুম বিল্লাহ .. জীবন জুড়ে হাসি গানের দিন যে শত শত হোক না যত খুশির আমেজ হয় কি তবু ঈদের মত? ঈদের দিনে বাঁধন হারা হারিয়ে যেতে নেই মানা দূর অজানায় মনটা আমার মেলে স্বপ্ন ডানা।