Home ছড়া-কবিতা মুক্তির দূত

মুক্তির দূত

বেণীমাধব সরকার..

মেঘে ঢাকা ছিল আকাশের বুক
চাঁদ তারা ছিল আড়ালে
আলোর প্রদীপ হাতে নিয়ে নবী
মানুষের পাশে দাঁড়ালে।
নব আনন্দে প্রভাতী সুরুজ
ফুল পাখি নিয়ে জাগলো
আঁধার নিশির পিশাচেরা সব
ভয়ার্ত চিতে ভাগলো।
পালাবার পথ খুঁজে হয়রান
পাপী তাপী দুর্বৃত্ত
ঘরে ঘরে বয় শান্তির হাওয়া
জুড়িয়ে সবার চিত্ত।
সকলের মুখে হাসি ফোটে সুখে
মুক্তির মহানন্দে
তাঁর কল্যাণে জান্নাতি সুখ
এলো জীবনের ছন্দে।
তিনি আমাদের মুক্তির দূত
তিনি রহিমের বান্দা
আরব জাহানে জাহেলিয়া যুগে
আঁধার বিনাশী চান্দা।

SHARE

Leave a Reply