আমিনুল ইসলাম..
বৃষ্টি ভেজা শীতল হাওয়ায়
শীতল করে মন
রিম ঝিম ঝিম বৃষ্টি জাগায়
হৃদয়ে কাঁপন।
কলাপাতা বেয়ে পানি
ঝরনা হয়ে ঝরে
বালিহাঁসের মতো আমার
ভাসতে ইচ্ছা করে
বাদল দিনে খুঁজে বেড়াই
আমার আপনজন।
একটানা সুর বৃষ্টি বুঝি
বাড়ায় স্নেহের ঘোর
সবুজপাতা বৃক্ষলতা
পেল সজীব জোর
হাত বাড়িয়ে আমি শুধু
করবো তা গ্রহণ।