Home ছড়া-কবিতা সোনার কুচি বৃষ্টি

সোনার কুচি বৃষ্টি

বিলাল হোসাইন নূরী..

চাল্তা পাতায় বৃষ্টি ঝরে টাপুর টুপুর।
আল্তা পরা খুকুর পায়ে যেমন নূপুর-
বাজতে থাকে ‘রিনিঝিনি’ হাঁটার তালে-
তেম্নি করে বৃষ্টি পড়ে টিনের চালে।

আকাশপালে মেঘময়ূরী মেল্লো পাখা-
উতলা মন ঘরের কোণে যায় না রাখা।
যায় সে ছুটে কদম ডালে, কেয়ার বনে-
আউশ ধানের গন্ধ শুঁকি সংগোপনে।

গন্ধ নিয়ে নতুন কথার ছন্দ বানাই-
সুরের দোলা সৃষ্টি করে জাদুর সানাই।

ইচ্ছে করে হাঁসের মত সাঁতার কাটি-
বৃষ্টিভেজা সবুজ ঘাসে একটু হাঁটি।
শাপলা হয়ে ভেসে থাকি কাজল বিলে
খেলায় মাতি গাঁয়ের যত দামাল মিলে।

বৃষ্টি যেমন মাটির বুকে জীবন আনে,
পুলক ছড়ায় বৃক্ষ এবং নদীর প্রাণে-
তেম্নি আমি দুলতে থাকি স্বপ্ন-আশায়,
বৃষ্টিমুখর বাংলাদেশের ভালোবাসায়।

মন মুকুরে সোনার কুচি বৃষ্টি ঝরুক-
ধুয়ে মুছে হৃদয়টাকে সতেজ করুক।

SHARE

Leave a Reply