দীপন জুবায়ের..
চাঁদটা ঠিকই হাসছে দেখ
ওই আকাশের পানে
বসছে পাখি গাছের ডালে
গাইছে আপন মনে।
সবুজ পাতায় দিচ্ছে দোলা
দখিন হাওয়া এসে
বইছে নদী কলকলিয়ে
এই আমাদের দেশে।
বৃষ্টি এলো ঝমঝমিয়ে
মেঘের ভেলায় ভেসে
দিচ্ছে দেখা সূর্যি মামা
একটু পরেই হেসে।
দীপন জুবায়ের..
চাঁদটা ঠিকই হাসছে দেখ
ওই আকাশের পানে
বসছে পাখি গাছের ডালে
গাইছে আপন মনে।
সবুজ পাতায় দিচ্ছে দোলা
দখিন হাওয়া এসে
বইছে নদী কলকলিয়ে
এই আমাদের দেশে।
বৃষ্টি এলো ঝমঝমিয়ে
মেঘের ভেলায় ভেসে
দিচ্ছে দেখা সূর্যি মামা
একটু পরেই হেসে।