Home তোমাদের কবিতা বৃষ্টি এলো চলে

বৃষ্টি এলো চলে

ফাতেমা আক্তার মিম

রিম ঝিমাঝিম বৃষ্টি পড়ে
উরু উরু মন যে করে
চায় যেতে সে অনেক দূরে
হারিয়ে যেতে ওই আকাশে,
রংধনুটির দেশে
মেঘকন্যার বেশে।

কদম ফোটে গাছের ডালে
হরেক রকম জলের মাছে
নদীর জলে যায় যে ভেসে
বৃষ্টি এলো বলে
বৃষ্টি এলো চলে।

SHARE

Leave a Reply