Home নিয়মিত অনুশীলন

অনুশীলন

প্রাণপ্রিয় বন্ধুরা,
সালাম ও শুভেচ্ছা নাও।
আশা করি ভালো এবং সুস্থ আছো। এবার তোমাদের তেমন বেশি লেখা পাইনি। কারণ কী? পরীক্ষা ছিল তাই বুঝি লেখার সময় পাওনি!
যাহোক আগামীতে কিন্তু তোমাদের প্রচুর লেখা পেতে চাই। ভালো লেখা পেতে চাই।
কুশল কামনায় -পরিচালক ভাইয়া

জুন ২০১২ মাসের ছড়া

সাগরে যাও পাহাড়ে যাও
শূন্যে ভাসো যদি
সকলখানে খোদার রহম
দেখবে নিরবধি।

এপ্রিল ২০১২ মাসের নির্বাচিত ছড়া

‘‘চোখজোড়া টানা টানা
আলোকিত মুখ
আমাদের প্রিয়জন
কবি ফররুখ।”

রুদ্ধশ্বাসের লেখক তিনি
ঘুম ভাঙানো পাখি
শতবর্ষের স্মৃতি তাঁর
এই হৃদয়ে রাখি।
তেজীয়ান, নওজোয়ান
মুখ ভরা হাসি
তরুণ এই কবিকে
সবাই ভালোবাসি।
ফাতেমা তুজ জহুরা
এনায়েতপুর, সিরাজগঞ্জ

আরো যাদের লেখা ভালো হয়েছে
সুমাইয়া আক্তার পিংকি, ফরিদগঞ্জ, চাঁদপুর; মোহাম্মদ উল্লাহ ফাহিম, রশিদপুর, সোনাইমুড়ী, নোয়াখালী; মাসুম বিন হান্নান, গিলাতলা মধ্যপাড়া, জাহানাবাদ সেনানিবাস, খানজাহান আলী, খুলনা; আফজাল হোসেন, সাতানী সাদেকপুর, গাইবান্ধা; তাছনীম বিন আহসান, মাহিগঞ্জ, জেবি সেন রোড, রংপুর; মুহাম্মদ নেজামুল ইসলাম, পুইছড়ী, বাঁশখালী, চট্টগ্রাম; রোকন-উজ-জামান রবি, মধ্যরাজিব চেংমারী, কিশোরগঞ্জ, নীলফামারী; কাউছার আলম, চরহোগলা, ফরিদগঞ্জ, চাঁদপুর; ওমর ফারুক, উত্তর দেয়ানা, দৌলতপুর, খুলনা; সানজিদা আক্তার, বড় ধামাই, জুড়ী, মৌলভীবাজার; হাফিজুর রহমান হাফিজ, গড় কুমারপুর, পদ্মপুকুর, শ্যামনগর, সাতক্ষীরা; মামুম বিল্লাহ, খিলপাড়া, পলাশ, নরসিংদী; মোস্তাফিজুর রহমান, আশেক মাহমুদ কলেজ, জামালপুর; মাহবুবুল ইসলাম (ফাহাদ), দুর্গানগর, নোয়াখালী; জামসেদুর রহমান সজীব, রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয়, রাজবাড়ী; জি এম তারিকুজ্জামান তরিক, মধুগ্রাম, শাহাপুর, ডুমুরিয়া, খুলনা; মোহাইমেনুল ইসলাম অন্তর, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ; জি এম তারিকুজ্জামান তারিক, মধুগ্রাম, শাহপুর, ডুমুরিয়া, খুলনা; আহসানুল হক সুমন, জুড়ী, মৌলভীবাজার; মুহাম্মাদ আতাউর রহমান, ভেড়াপোড়া আদর্শ মহাবিদ্যালয়, দুর্গাপুর, রাজশাহী; শফি উল্লাহ, বিয়ানীবাজার, সরকারি কলেজ, সিলেট।

SHARE

1 COMMENT

  1. তোমাদের পাতা বিভাগটি আরো বাড়ানোর প্রয়োজনবোধ করি আমি। বিশেষ করে ছড়া-কবিতার সংখ্যা বাড়ানোর ব্যাপারে সুবিবেচনা করে আমাকে বাধিত করিবেন।

Leave a Reply