Home ছড়া-কবিতা স্বপ্নের এই দেশ স্বপ্নের এই দেশ June, 2012 নাহার আহমেদ.. লাল আর সবুজের ওই পতাকায় সোনালি আশার দীপ জ্বালিয়ে রেখে আমাদের এই দেশ স্বপ্ন ছড়ায়। হাজার পাখির গান হৃদয় দোলায় খুঁজে ফিরি শান্তির পায়রাগুলো মমতা মাখা তার স্নিগ্ধ ছায়ায়।